Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিক্ষাবৃত্তি(কল্যাণ)

শিক্ষাবৃত্তি(কল্যাণ) কার্যক্রম

সেবাপ্রার্থীর ক্যাটাগরি :

সরকারি ও তালিকাভুক্ত ১৯টি স্বায়ত্বশাসিত সংস্থার মৃত, অক্ষম ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীর অনধিক দু’সন্তানকে নবম শ্রেণি থেকে সর্বোচ্চ পর্যায়ে অধ্যয়নের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করা হয়

 

সেবার মৌলিক তথ্যাবলী :

সেবা প্রদানকারী অফিসের নাম

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী

সেবা প্রাপ্তির স্থান

প্রয়োজনীয় সময়

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, ঢাকা

২টি কমিটি কর্তৃক পরীক্ষা নিরীক্ষা করে চূড়ান্ত অনুমোদন প্রদান করা হয়। কমিটি ২টি নিম্নরুপ:

১. বাছাই কমিটির সভার সুপারিশ

২. উপকমিটির সভায় চূড়ান্ত অনুমোদন

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, ঢাকা

আবেদন জমা : ১ - ৩১ জানুয়ারী

বাছাই ও অনুমোদন প্রক্রিয়া: ১ ফেব্রুয়ারী–৩১ মে

 

সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ

 

 

 

১. বছরের প্রারম্ভে বিজ্ঞপ্তির মাধ্যমে দরখাস্ত আহবান করে জাতীয় পত্রিকায় ও ইলেক্ট্রনিক মিডিয়ায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়

২. আবেদনসমূহ প্রাপ্তির পর ডায়েরীর ক্রমানুসারে তালিকা প্রণয়ন করা হয়

৩. বাছাই কমিটি কর্তৃক আবেদনসমূহ পরীক্ষা নিরীক্ষা করে মাসিক নির্ধারিত হার অনুযায়ী বার্ষিক অর্থ মঞ্জুরির সুপারিশ প্রদান করা হয়

৪. মহাপরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড-কে সভাপতি করে গঠিত উপ-কমিটির সভায় চূড়ান্ত অর্থ মঞ্জুরি প্রদান করা হয়

৫. বাছাই কমিটি ও উপকমিটির সভা অনুষ্ঠানের পর কার্যবিবরণী অনুমোদন, চেক লিখন ও তথ্যাদি রেজিষ্টারে লিপিবদ্ধকরা, চেক স্বাক্ষরকরা, ফরওয়ার্ডিং ও রেজিস্ট্রি জার্নাল লিখন, চেক ইস্যু করে ডাকযোগে আবেদনকারীর অফিসে প্রেরণ করা হয়

৬. বিভাগীয় কার্যালয়সমূহে অনুরুপভাবে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে এ কার্যক্রম সম্পাদিত হয়

৭. এ সংক্রান্ত সকল তথ্য বোর্ডের ওয়েবসাইট (www.bkkb.gov.bd) থেকে জানা যায়

 

শিক্ষাবৃত্তির হার নিম্নরূপ :

  • ৯ম ও ১০ম শ্রেণি বা সমমানের জন্য প্রতি মাসে টাঃ ১৫০/-
  • একাদশ ও দ্বাদশ বা সমমানের শ্রেণির জন্য প্রতি মাসে টাঃ ২০০/-
  • স্মাতক বা সমমানের জন্য প্রতি মাসে টাঃ ২৫০/
  • স্মাতকোত্তর বা সমমানের জন্য প্রতি মাসে টাঃ ৩০০/-

সেবা প্রাপ্তির শর্তাবলি

 

 

 

১. সরকারি ও তালিকাভুক্ত ১৯টি স্বায়ত্বশাসিত সংস্থার মৃত, অক্ষম ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীর অনধিক দু’সন্তানকে নবম শ্রেণি থেকে সর্বোচ্চ পর্যায়ে অধ্যয়নের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করা হয়

২. বছরে একবার শিক্ষাবৃত্তি দেয়া হয়

৩. কর্মকর্তা কর্মচারীগণের যে সকল সন্তান পূর্ববর্তী পরীক্ষায় ন্যূনতম গ্রেড পয়েন্ট বি পেয়ে উত্তীর্ণ হয়েছে, তারা শিক্ষাবৃত্তি লাভের যোগ্য হবে

৪. কর্মকর্তা কর্মচারীর বয়স ৬৯ বছর পর্যন্ত এ সাহায্য প্রদান করা হয়

৫. যে ক্ষেত্রে স্বামী/স্ত্রী উভয়ই সরকারি চাকরিতে নিযুক্ত আছেন, সে ক্ষেত্রে কেবল একজনই সন্তানদের শিক্ষাবৃত্তি লাভের জন্য আবেদন করতে পারেন

৬. বোর্ডের নির্ধারিত আবেদন ফরম নং ০৩ পুরণ করে প্রয়োজনীয় কাগজপত্রাদি সংযুক্ত করত প্রধান কার্যালয়ের জন্য মহাপরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, ১ম ১২ তলা সরকারি অফিস ভবন (১১তলা), সেগুনবাগিচা, ঢাকা এবং বিভাগীয় কার্যালয়ের জন্য বিভাগীয় উপপরিচালক বরাবরে একটি অগ্রায়ন পত্রের মাধ্যমে প্রেরণ করতে হয়

৭. ফরমের নির্ধারিত স্থানে কর্মকর্তা কর্মচারীর অফিস কর্তৃপক্ষের স্বাক্ষরসহ নামযুক্ত সিল প্রদান

প্রয়োজনীয় কাগজপত্র

১. আবেদনপত্রের সাথে কর্মচারীর জন্ম তারিখ/বয়স প্রমাণের জন্য চাকরি বইয়ের ৩য় পৃষ্ঠা/এসএসসি পাশ সনদের সত্যায়িত কপি;

২. কর্মচারী/আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি;

৩. ছাত্র-ছাত্রী বিগত বছরে যে পরীক্ষায় পাস করেছে তার মূল মার্কশীটের সত্যায়িত কপি;

৪. ছাত্র-ছাত্রী যে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত সে প্রতিষ্ঠান কর্তৃক ফরমের নির্ধারিত স্থানে প্রত্যয়ন;

৫. কর্মচারী অবসরপ্রাপ্ত হলে অবসরের যাওয়ার আদেশ বা মৃত হলে মৃত্যুর সনদের সত্যায়িত কপি।

প্রয়োজনীয় ফি

এজন্য কোন ফি প্রয়োজন হয় না

সংশ্লিষ্ট আইন

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড আইন, ২০০৪ এবং বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (তহবিলসমূহ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী

নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা

প্রধান কার্যালয়ে - পরিচালক(প্রশাসন)/মহাপরিচালক

বিভাগীয় কার্যালয়ে – উপপরিচালক